Friday, February 6, 2015

দ্যা লাস্ট স্যাপার

দ্যা লাস্ট স্যাপার
.............. ঋষি
============================================
মর্মান্তিক পদচিন্হ ক্লেদাক্ত মাটির রন্ধ্যে
বারো জন ছিল তারা   .
মনুষত্বের প্রাচীন স্তবকে যিশুখ্রিস্টের  প্রিয়জন
আর একজন যে প্রিয়-র ভেকে বিশ্বাসঘাতক রক্ত।
আর একজন শান্তির বেশে শান্তির মুখে আগুন
বারো জন ছিল তারা।

বারো জন ছিল তারা
যিশুর খুব প্রিয় খুব কাছের ,হৃদয়ের অন্তিম স্পর্শে।
সভ্যতা সাবধান যিশু জানতেন সব
কিন্তু সেদিনও যিশুকে ভেজানো হয়েছিল  রক্তাক্ত সভ্যতার আঁচড়ে।
কিন্তু সেদিনও সভ্যতা নিরুপায়  পরমপ্রিয় ক্রুশকাঠের পেরেকে
সেদিনও মেরির কুমারী গর্ভে লেখা ছিল মৃত্যুর নাম।
উল্টো হওয়ায় সভ্যতার বারন্দায় দাঁড়িয়ে ছিল ঈশ্বর
অনন্ত জ্ঞানে।
বদলায় নি সময় ,থেমে থেকেছে সুপ্রভাত সভ্য দিনে।

হাওয়ার মত লেখা হয়েছে ইতিহাস প্রাচীন স্তবকে
জেরুজালেমের প্রাচীন সভ্যতার ক্যানভাসে  লীয়নার্দের রক্তক্ষরণ।
শিরায় শিরায় ফুটে উঠছে সভ্যতা রঙিন পৃথিবীর রঙে
দ্যা লাস্ট স্যাপার  সেই বারোজন ছিল তারা।
যিশু খ্রিস্ট জানতেন বদলাবে না কিছুতেই
বিশ্বাসঘাতক মনুষত্বের রক্ত পরিবাহী  সভ্যতার ভেকে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...