Thursday, February 5, 2015

চলন্তিকা আর আকাশের চাঁদ

চলন্তিকা আর আকাশের চাঁদ
..................... ঋষি
=====================================
হায়রে চলন্তিকার তোর নিদ্রাহীন পথচলায়
প্রসব যন্ত্রণা।
গড়িয়াহাটের  মোড় ,চেনা কল্পনা
সবটুকু বাকি রিমেকি মডেলের অপরুপা পথ হাঁটে।
হেঁটে যায় বুভুক্ষু কুকুর নিজের চেতনায়
আসলে চলন্তিকা
বিকৃতি নগ্নতা  সভ্যতা  ছুঁতে চায়।

চলন্তিকা প্রসব যন্ত্রনায়,মাতৃত্বের স্নেহে
প্রসব করিস এক বিকৃত সময় কংসের কারাগারে।
কৃষ্ণ জন্মায় না ,জন্ম নেই ধর্ষক এ যুগে
ঈশ্বর জন্মায় না ,জন্ম নেই বিকৃতি এই যুগে।
সভ্যতার কাপড়ের আড়ালে মায়ের বুক সন্তানের ঠোঁটে
আর বুভুক্ষু কুকুর সেই বুক চোষে আপন কামনায়।
এ যে জীবিত সভ্যতায় ,জীবিত ঘ্রাণে
রাম কিঙ্করের স্থাপত্যে সভ্যতা সৃষ্টি হয় কামুক কল্পনায়
উন্মাদ পৃথিবীর আস্ফালনে।

হায়রে চলন্তিকা তোর বিপুল সাময়িক কামনায়
প্রসন যন্ত্রণা।
গড়িয়াহাট থেকে সোজা হেঁটে প্যারিসের ফুটপাথে
কিংবা মাটির থেকে স্পেসক্রাফটে চাঁদের বুকে।
ছবিটা একই থাকে
আকাশের নীলে চলন্তিকা জন্ম দেয় অমাবস্যার চাঁদ
আর আমরা তাকে সভ্যতা বলি বিকৃতির নামে।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...