Sunday, February 1, 2015

RISHI026@GMAIL.COM

শেষ চিঠি
.............. ঋষি
======================================
আবার না হয় দাঁড়ায় এসে তোমার দরজায়
খুঁড়তে থাকি ডাকবাক্সের শেষ চিঠিটা।
আকাশের ঠিকানায় চিঠি
বুকের শেলফে রাখা নীল স্লিপিং পিলের রাত।
আর সেই পুরনো না কেনা  ডাকটিকিট
অপেক্ষায় ঠিকানাহীন ,নতুন ঠিকানার।

রাস্তার পাশে ডাকবাক্স খুলি অভ্যাসে
অভ্যাসে নিজেকে ঘুম পাড়ায় গভীর রাত্রের সেলফোনে।
হাত বাড়াই ,স্পর্শ চাই
আবার ঘুমোতেও ,শেষ রাত্রে তোমায় জড়িয়ে।
আমার হৃদয়ে তোমার চুলের গন্ধ
আমার সারা শরীরে লেপ্টে  তোমার শরীর।
আমি ঘুমিয়ে পড়ি
ঘুম ভেঙ্গে যায় অবুঝ রাত্রি দাঁত বের করে
হাসতে থাকে অব্যক্ত অনুভূতি।

আবার না হয় দাঁড়ায় আসে  তোমার দরজায়
চেনা অভ্যাসে চিঠি লিখি কবিতার পাতায় পাতায়।
আকাশের ঠিকানায় চিঠি
বুকের বারান্দায় দাঁড়িয়ে ক্লোরফর্মিয় সকাল।
আর সেই পুরনো হাত বাড়ানো আকাশে দিকে
অপেক্ষায় ঠিকানাহীন ,তোমাকে শেষ চিঠি।


No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...