Wednesday, February 4, 2015

RISHI026@GMAIL.COM

আজকের দিনটা
............ ঋষি
========================================
মন আজকের দিনটা কাটছে
শুধু কাটছে না এই বিকেলের ডেস্কটপে তোর মুখ।
সরাতে,সরাতে আর সরানো যাচ্ছে না নিজের থেকে
বড় অপারক আমি।
আমার প্রিয় হৃদয় জানলার লোহা ডিঙিয়ে
সেই সাত সমুদ্র পাড়ে।
কি করি বলি
কিছুতেই সে কথা শুনছে না।

মন তোর বাসন্তী রঙের শাড়িটা  একই রকম আছে
না কি কালের তাপে সেও পচে গেছে।
আলমারির তাকে সেই বৃষ্টি ভেজা আলো
গড়িয়ে পড়ছে ,চুঁয়ে পড়ছে  তোর ঠোঁট ছুঁয়ে।
তোকে জানিয়ে রাখা ভালো
আজ বিকেলে আর তোকে ভোলা যাচ্ছে না।

মন আজকের দিনটা কাটছে না
তারিখটা তোর  মনে আছে ফাগুন হাওয়ায় হাওয়ায়।
গীতবিতানের কোনো আগামী পর্বের উপসংহার
না রে তোকে ভোলা যাচ্ছে না।
আকাশের পাড়ে নীল আকাশে বাড়ানো হাত
ডানা মেলে উড়োজাহাজ সাতসমুদ্র পারে।
ঘড়ির কাঁটায় সময় বলছে এগিয়ে যাওয়া
কি করি বল মন যে পিছতে চাইছে।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...