Wednesday, February 18, 2015

স্পর্শ দিয়ে যা

স্পর্শ দিয়ে যা
...................... ঋষি
=========================================
মন আমি জানি তুই আসবি ফিরে
বারংবার হাজারোরুপে  আমার কবিতায় শ্রাবন হয়ে।
আমি জানি তোকে ,সেই মেয়েটাকে
যার ঠোঁটের পাশে তিলটা রুপোলি দরগা
ঈশ্বরে অনুরাগ।
সেই ফেলে আসা বিকেলের ফাঁকা বাসস্ট্যান্ড
বেশ এতটুকু আর কি।

জীবন প্রবাহে অসংখ্য অজানায়
যারা ঝরা পাতা তারা ঝরে পরে নোনতা চোখে।
চোখ পুড়ে যায় লাল সূর্যের দেশে
ঠোঁট পুড়ে যায় অজানা নিরুদ্দেশে।
চেনা স্বাদ ,চেনা বিশ্বাস ,হাজার আশ্বাস আমার কবিতার
মন আমার কবিতারা তোকে চেনে মৃত্যুর মত ,
আর আমি তোকে চিনি জীবনের মত।

মন আমি জানি তোকে ফিরতেই হবে
আমার শহরের প্রতি নিঃশ্বাসে অটুটু বিশ্বাস।
হয়তো দুর্বলতা চেনা কফি সপে
আমি জানি তোকে ,সেই মেয়েটাকে।
যার প্রতি দৃপ্ত পদচরণ আমার বুকের মাটিতে একলা পলি
আমি আর কি বলি
আয় জীবন আয় রে স্পর্শ দিয়ে যা। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...