Thursday, February 5, 2015

মন জীবিত আমি

মন জীবিত আমি
........... ঋষি
=====================================
মন কি যেন অছিলায়
তোর খোলা চুলের গন্ধে বরফের পাহাড়।
আমি এভারেস্টের চূড়ায় উঠিনি কখনো
অথচ কত সহজে মেপে  নিয়েছি পাহাড়ের গভীরতা।
আকাশ চিরে কত গভীর সেই কনে দেখা আলোয়
আমি খুঁজে নিয়েছি তোকে আনমনে।

বলতে পারিস পাগল আমি
কিন্তু আমি হ্যিপক্রেট নয় ,নয় অসংলগ্ন কবিতার বাতাস।
তোর খবর পাই না আজকাল
আজকাল আর আমার কবিতারা ঘুমোয় না তোকে জড়িয়ে।
আজকাল আর বিকেল আসে তোর সকালের ঠোঁটে
শুধু সময় পালিয়ে বেড়ায় স্মৃতির আনাচে কানাচে।
শুধু হৃদয় খুঁজে বেড়ায় বৃষ্টি নীল আকাশে
বৃষ্টি নাম না কিছুতেই ভিজে চোখে।
কিন্তু জানিস আজ দিনটা একই আছে
বিকেলের কফি কাপ আর তোর ঠোঁটে।

মন কি অছিলায়
তোকে আমি নগ্ন করি কবিতার পাতায় পাতায়।
প্রশ্ন করেছি হাজারোবার নিজেকে ,
উত্তর পাই নি কোনো।
অথচ জানিস শান্তি পাই নি কখনো তোর পাথুরে বুকে
শুধু ঘড়ির কাঁটার তালে আমি জীবিত রয়ে যায়।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...