Tuesday, February 17, 2015

তোমাকে চাই

তোমাকে চাই
.......................... ঋষি
=======================================
তোমাকে চাই
এক আকাশ বুকে অন্তরের নিদ্রায়।
ঘুম ভেঙ্গে যায় বারংবার নিশুতি রাতে
তবু তোমাকে চাই।
প্রতিদিন হেঁটে চলায় এক পা ,দু পা
অনন্ত শরশয্যায়।

কে যেন আমাকে ছুঁয়ে যায়
আমার একলা বিকেলের অন্য হাওয়ায়।
কি যেন চুপি চুপি বলে যায়
তোমার চুলের সুরভি ,তোমার নোনতা ঠোঁটে।
পুরনো চিঠি গল্প বলে যায়
কোথায় যেন বেঙ্গমা বেঙ্গমী দেশে।
রাজপুত্র হেঁটে চলে আরো দূরে ,আরো দূরে
তোমাকে খুঁজে যাই।

তোমাকে চাই
এক আকাশ নিদ্রায় ,ক্লান্তির ইজি চেয়ারে।
কখনো ,কোথাও ,কোনদিন দ্রবীভূত মুহুর্তের ঘনঘটায়
মিশে যায় বুকে আরো গভীরে।
আমার ভিতরে বাহিরে ,বেঁচে থাকার বর্ণমালায়
শুধু তোমাকে চাই।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...