Saturday, February 28, 2015

শরীরের নাম

শরীরের নাম
................... ঋষি
===========================================
এসেছে অনেকে
প্রেম ছাড়া যুবকের আকুল তৃষ্ণা,
ঘুষখোর পুলিসের অনন্ত উপেক্ষা।
এসেছে অনেকে
ধোঁয়া তুলসীপাতা  থেকে নর্দমার কীট।
সকলে করেছে বমি
ঢেলেছে  বিষ ,দংশন শরীরের ভাঁজে।

কি নেবে গো শরীর থেকে
শরীরে ভাঁজে জমা প্রস্তর যুগের ইতিহাস।
প্রাচীন পথ ধরে হেঁটে চলেছে শরীর আর শারীরিক কাজ
রতি  ,কাম কত ছন্দ ময় নাম
ধর্ষণ আর বর্ষণের মাঝে চিরাচরিত রাত্রি আর শরীরের ঘাম।

এসেছে অনেকে
বেশ্যা ,পতিতা, ভ্রষ্টা নারী কত নাম ।
ডাক্তার থেকে সন্ন্যাসী বহু নামিদামি
এসেছে অনেকে।
সমাজের জ্ঞান ,অগ্রগামী  বিজ্ঞান
শুধু আমি স্থির অযুত বছর ,
চেনা শরীর আর  শরীরের নাম ।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...