Sunday, February 1, 2015

RISHI026@GMAIL.COM

দেওয়ালে পিঠ
............ ঋষি
================================
ভেবেছিলাম নিজেকে একাত্ম করে গভীর নদী
নদী বয়ে চলে।
আমিও চলি নদীর পাড় ধরে
পাড় ভেঙ্গে পরে তলিয়ে যায় খুব গভীরে।
আমি পরি না ,শুধু তলাতে থাকি
দেওয়ালে পিঠ ঠেকে যায়।

কয়েকশো শতকের রুক্ষ্ম মাটিতে মরিয়া প্রচেষ্টা
জন্ম চায় নবাঙ্কুর কোনো সকালের সূর্য।
কয়েকশো  অচেনা সম্পর্কের মাঝে
নিজেকে গুলিয়ে ফেলি কোনটা আমার ,কোনটা নিজের।
আরো গভীরে তলাতে থাকি
পিঠ লেগে যায় সবুজ আয়নাতে।

জন্ম ,মৃত্যু পরে সামুদ্রিক অভিযানের শেষে
আমি দাঁড়িয়ে বিশাল সমুদ্র।
নদী গড়াতে থাকে ,তল ঠাপ দিয়ে জেগে ওঠে মাটি
আমি সমুদ্র তাই ,নোনা জল ,নোনতা হাওয়া।
সমুদ্র আর নদী একাত্মে বিলীন
নতুন আবহে দেওয়ালে পিঠ। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...