Thursday, February 19, 2015

নতুন দিন

নতুন দিন
................ ঋষি
==================================
 আলসেমিতে শীত শুয়ে সুখের বারান্দায়
স্কেলিটনে প্রেম  শুয়ে স্বস্তির আকাঙ্খায় ,
বসন্ত আকাশে পাখি আজীবন গান গায়
সে আসছে ,সে আসবে বলে তাই ,
জীবিত এই কল্পনায় খোলা দরজায়।

সীমিত কিছু ইচ্ছা ঝুরি
উবুর করে রাখে আজকের ঋতুরঙ্গে  আজীবন।
বদলায় সময় ঘড়ির কাঁটায়
তিরচে তীর এঁকে বেঁকে যায়।
বুলসায় ,বুলসায়
জীবিত প্রকৃতি ঋতুর অপেক্ষায় ,
সে আসছে ,সে আসবে আবারও তাই।

খোলা বারান্দায় এখান থেকে আকাশ দেখা যায়
আজকের নীল কাল মুখভার ,বদলায়।
তবু বাঁচে প্রকৃতি অপেক্ষায়
রোজ ,রোজকার দিনযাপন ,প্রলোভন ,
কালকের দিনটা নতুন তাই।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...