Thursday, February 19, 2015

নতুন দিন

নতুন দিন
................ ঋষি
==================================
 আলসেমিতে শীত শুয়ে সুখের বারান্দায়
স্কেলিটনে প্রেম  শুয়ে স্বস্তির আকাঙ্খায় ,
বসন্ত আকাশে পাখি আজীবন গান গায়
সে আসছে ,সে আসবে বলে তাই ,
জীবিত এই কল্পনায় খোলা দরজায়।

সীমিত কিছু ইচ্ছা ঝুরি
উবুর করে রাখে আজকের ঋতুরঙ্গে  আজীবন।
বদলায় সময় ঘড়ির কাঁটায়
তিরচে তীর এঁকে বেঁকে যায়।
বুলসায় ,বুলসায়
জীবিত প্রকৃতি ঋতুর অপেক্ষায় ,
সে আসছে ,সে আসবে আবারও তাই।

খোলা বারান্দায় এখান থেকে আকাশ দেখা যায়
আজকের নীল কাল মুখভার ,বদলায়।
তবু বাঁচে প্রকৃতি অপেক্ষায়
রোজ ,রোজকার দিনযাপন ,প্রলোভন ,
কালকের দিনটা নতুন তাই।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...