Friday, April 3, 2015

অশ্লীল কবিতা

অশ্লীল কবিতা
............. ঋষি
========================================
সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায়
সিঁড়ি বেয়ে নিচে নামি।
বেহেনচোদ্গুলোগুলো কি মনে করে নিজেকে হারকিউলিস
রাত্রে শোয়ার আগে হারকিউলিস খায়,
শোয়ার পরে প্যান্টের খোলা চেনে পশুত্ব চটকায়।

কি ভাবে নিজেদের ওরা
হারকিউলিসের নেশা সভ্যতার নেশার রসে।
চুঁয়ে চুঁয়ে পরে ,মানুষের মস্তিষ্কে নিশ্চিন্তে ঘুমে
আর ওদের শরীরের আমিষের গন্ধ
নেশা চটকায় ,
সব বন্ধ।
বন্ধ পথঘাট ,শিক্ষার দরবারে সাজানো পর্ণ
নীল সবুজ আমেজি দরবারে
কি ওরা।

সিঁড়ি বেয়ে শেষ ধাপে শুয়ে
হেগে মুতে নিজের পাতে বড় ছেদ।
বেহেনচোদগুলো  তোদের মায়ের গর্ভে কি যোনির স্বাদ
সব বজ্জাত।
আর আমার এই কবিতা অশ্লীল ওদের কৃপায়।

1 comment:

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...