অন্য শহরে
................... ঋষি
=====================================
মনগড়া শহর কে নিয়ে লেখা হচ্ছে কবিতা
কবিতার ধারে এক শীতল নদী।
প্রায় মৃতপ্রায় তার প্রবাহে অসংখ্য টান মাটির
শুকিয়ে যাচ্ছে সময়ের উপর।
ক্রমশ বিবর্তমান সময়
চান করছে ,চানের ঘরে ডার্কআউট।
চানের ঘরে বাথটবে
মাথা ডুবিয়ে মরে পরে আছি।
ভাবলেই মনে হয় দরজায় কলিংবেল বাজলো
কেউ এলো কি ?
সময়
দরজা খুলে দেখি মাথা উঁচু করে দাঁড়িয়ে মেরুদন্ড।
সে এখনো মরে নি
হাতে তার আগামী প্রজন্মের জন্মের ইতিহাস।
হাতে তার প্রচুর সময়
আমার মতন মরার সময় তাকে খুঁজতে হয় না।
করতে হয় অযুতনিযুত অসংখ্য টানাপোড়েন মাঝে
জীবিত থাকার নাটকগুলো।
মনগড়া শহরকে নিয়ে লেখা হচ্ছে কবিতা
কবিতার চারধারে অসংখ্য স্পন্দন।
কান পেতে শোনা যাচ্ছে হার্টবিট গুলো ধুকপুক ধুকপুক
আমার মতন কেউ কবিতা লিখছে ,আমার শরীরে বসে।
আর আমি চানের ঘরে শুয়ে
দিন গুনছি শুকিয়ে যাওয়া নদীর ভরা প্লাবনের।
Wednesday, August 5, 2015
Subscribe to:
Post Comments (Atom)
তথাপি
অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম তবুও সেই ম...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment