Wednesday, August 12, 2015

লজ্জা কই

লজ্জা কই
.............. ঋষি
===========================================
মাংস যদি একটা দেশের নাম হয়
তবে সেই নাম না জানা দেশের নাগরিকদের প্রনাম,
প্রনাম তোমাদের অস্তিত্বকে নাগরিক ।
সমুদ্রের ঢেউয়ের মতন ছুটে আসে
ছাই আর বিষগুলো ,
ও বিশাল জনগণ তোমাদের দেশজ  স্তনে নাগরিক ঠোঁট।

লজ্জা করে না দেশকে নামাতে
দেশ কি  ?
কাদের দেশ ,আমার ,তোমার, সবার
নামেইতো !!! না হলে বাজারী
এ যে মাংস ,শুধু মাংস।
এর পর যদি খিদের গল্প শুরু করি ,তবে  কান্ড
মাংসের দেশে খিদেটা কিসের ?
শরীর ময় বিপ্লবের পর এখানেই তো  উলঙ্গ বিপ্লব
নিঃশব্দ বিকিকিনি দেশের শিরা উপশিরায়।
ছোটো ছোটো সদ্য জন্মানো গর্জন
এসেছো যেমন ,যাবেও তেমন,
লজ্জা কই
কি লজ্জা !!!!

খুলে পরছে দেশের মাংস  জন্মের পোশাকে
দেশ বলছে আগে যাবো।
আর  নাগরিক সকল ,আমার বন্ধুসকল চোখ বন্ধ
লজ্জা ,খুব লজ্জা ,পোশাক হীন স্বাধীনতায় ।
সমুদ্রের ঢেউয়ের তোরে ভেসে আসছে মৃতদেহ মাংস
ধন্য আমার দেশ।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...