Wednesday, August 19, 2015

নিরালায়

নিরালায়
............ ঋষি
============================================
তুমি একটা গাছ হতে পারো
চোখের পাতায়।
রোদগুলো  রুক্ষ হতে পারে শাখায় শাখায়
নিঃশব্দ অলংকার।
তুমি বোঝো এর মানে
প্রেম মানে বেঁচে থাকা ,জীবন নয়।

হাসছে সময়
নিজেদের মাঝখানে যে দুঃস্বপ্ন  আছে পাতায় পাতায়।
সবুজ পাতায়
তোমাকে ছাড়িয়ে পায়ের পাতা ,ভেজা উরু চোখের পাতায়।
ভিজে যাবে
সময়।
তবু কখনো প্রেম লেগে যাবে
তোমার স্তনের বোঁটায় সময়ের হাসি ,
ভালোবেসে চুষে খাবে তোমার সন্তান।

তুমি একটা গাছ হতে পারো
সাজানো গোছানো।
সবুজ শাখায় নতুন ফুল ,নতুন রৌদ্র ,খিদে সব মিলিয়ে
হাজারো প্রেমে।
তবু মাটি আঁকড়ে থাকো পবিত্রতায়
প্রেম মানে পাওয়া না ,অনুভবের নাম।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...