Tuesday, August 18, 2015

গোলাপের ফিসফিস

গোলাপের ফিসফিস
.................... ঋষি
==========================================
বিকেলের লাল সূর্যের বুকে ছুটে গেল এরোপ্লেনটা
কয়েকটা শুকনো পাতা  উড়ে এলো আমার রিডিং ল্যাম্পে।
সামনের পেন স্ট্যান্ডে  শুয়ে থাকা শুকনো কাঠের গোলাপটাকে
একটা ছেলে ভালো বেসে বললো ,,, শুনছো,
তুমি সুখী,,,,,,, আমার মতন জীবন।
ঠিক তখনি  ,,,,,,,,,

ঠিক  তখনি ,,,,,,,,,,,,,,
আকাশ থেকে নেমে এলো আস্ত একটা টব।
এক বাগিচা ফুল
ছেলেটা ফিসফিস করে বললো মনের ভিতর
আমার তোমাকে চাই ,আমার তোমাকে   ,,,,,
জড়িয়ে ধরলো শুকনো গোলাপটা।
উড়ে এলো এরোপ্লেনটা আলোর দেশ থেকে
সোজা বুকে।
একটা শব্দ হলো টুপ করে
আমার সাদা পাতায় এক ফোঁটা চোখের জল।

বিকেলের লাল সূর্যটা ডুবে যাচ্ছে
একটার পর একটা শুকনো পাতা সবুজ হচ্ছে নিজের আনন্দে।
সামনে পেনস্ট্যান্ডে একটা সতেজ গোলাপ রাখা
সুন্দর তার হাসি ,মুক্তর মতন চোখদুটো আমাকে বলছে ,
এই শোনো আজ না ,কাল না ,,চিরদিন
আমি তোমার ছিলাম ,থাকবো।  

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...