Thursday, August 20, 2015

অপরিচিত তুমি

অপরিচিত তুমি
............. ঋষি
==============================================
ভুলে যাওয়া কথাগুলো আসলে ভুলতে চাওয়া
চুপ তো ছিলাম দুজনেই একলা রাত্রির  মতন।
নিস্তব্ধ অন্ধকারের ছায়ার মতন
নিজস্ব যন্ত্রণার কবিতার মতন।
ফাঁক ছিল না ,ছিল না ফোকর
যতটুকু ছিল সবটুকু স্পর্শ।

মেঘলা দিনের কথা থাক ,
কথা থাক ভিজে যাওয়া মাটির গন্ধের।
বৃষ্টির ভিজে কথা থাক ,কথা থাক এক কাপ কফির
শুধু যন্ত্রনাগুলো জড়ো করা থাক অবাঞ্চিত এস এম এসের মতন।

আর মিসকল জমা হোক হাতের ভ্যাপসা ফোনে
হাঁপাক জীবন যেমন যন্ত্রণা কামড়ায়।
বারংবার ,প্রতিবার
একলা জীবন যেমন একলা কেটে যায়।
ঠিক তেমন ফোন আসুক ,আবার কেটে যাক
যেমন অপরিচিত তুমি।

ভুলে যাওয়ার কথাগুলো আসলে ভুলতে চাওয়া
চুপ করে শোনা অদ্ভূত নিস্তব্ধ কল্পনা।
কল্পনার পাতায় শুয়ে থাকুক মৃতদেহ
যেমন শুয়ে নিজস্বি একলা তোমার ফোনে।
ফাঁকফোকরে  বিষন্নতা জমুক
একলা তোমার হেডফোনে।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...