Wednesday, August 12, 2015

স্তব্ধতা এ ভাবে

স্তব্ধতা এ ভাবে
............... ঋষি
=========================================
কেন জানি মাইল খানিক দুরত্বটা
এমন করে স্তব্ধতা ডেকে আনে।
স্তব্ধতা ,,,,,, আকাশের গায়ে একটা বাড়ি
যার মই বেয়ে অসংখ্য হিজিবিজি লিপি
মস্তিষ্কে বইতে থাকে।

ঠিক যেন চিতাবাগ গম্ভীর হলুদ চোখে  চেয়ে থাকে
বুকের ভিতর ,,,,,,, ভীষণ লোভি।
তোমার পাউডার পাফে উঠে আসা  সাদা গুড়োগুলো
আসলে অসংখ্য স্তব্ধতা।
তুমি আয়নার দিকে তাকাও ,তোমার চোখের কাজলে
তোমার চোখের পাতায়।
তোমার বুকের গভীরে
কি দেখছো  ,,,,আমার দিকে তাকাও
স্তব্ধতা।

কেন জানি মাইল খানিক দূরত্ব
এমন করে স্তব্ধতা দেকে আনে।
স্তব্ধতা খুব সরল হতে পারে ,যেমন বোকা জীবিকা
ঘড়ির কাঁটা আঁকড়ে  ধরে এগিয়ে যাওয়া
এভাবেই স্তব্ধতা হয়ে যায়।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...