Wednesday, August 12, 2015

অন্তর্নিহিত যন্ত্রণা

অন্তর্নিহিত যন্ত্রণা 
.............. ঋষি
======================================
শান্তি শব্দটা,সময়টা 
যখন আইসোটোপের মতন বিচ্ছিন্ন হতে থাকে। 
তখন টুকরো টুকরো জীবনের কবিতায় 
ভাসতে থাকে হলাহল। 
পরে থাকা ভাঙ্গা উঠোন ,ফাঁকা দোলনা ,জীবন 
সব অবান্তর ,সব মূল্যহীন ,সব প্রশ্নহীন। 

একটা পাগল অবিরত দাঁত কেলায়
শুকনো জীবন গলায় ঝুলিয়ে জীবন্ত ইশারায়। 
একটা প্রেমিক অবিরত হা হুতাশ করে 
সময়ে ভাঁজে খোঁজে প্রেমিকার বুকের গন্ধ। 
একটা ভিখারী  হাত বাড়িয়ে থাকে 
যদি আরেকটু জীবন পাওয়া যায়। 
হাসছে সময় হাসছে ,
নিজস্ব প্রতিবিম্বে চামড়ার মুখ। 
জীবন বুঝি এমন হয় 
প্রতিটা শান্তির পরে যুদ্ধ আহ্বান করে সময়। 
আর সময়ের ইতিহাসে হিরোসিমার বোমাবর্ষণ 
নতুন কিছু নয় ,সবটাই পুরনো ,
হয়তো স্মৃতি ,,,হয়তো বা যন্ত্রণা। 

স্বীকার করি 
নিজস্ব পরিচয়ের পিছনে কোনো পরিচয় পত্র লাগে না। 
লাগে উপস্থিতি চামড়ার মুখের অন্তর্নিহিত যন্ত্রণার 
লাগে একটু সময়ের প্রলেপ বিবস্ত্র নগ্নতার মত। 
কিন্তু জীবন যে ফাঁকা সাদা পাতা নয় 
একটা কবিতা ,সুন্দর একটা রূপসী নদীর মতন। 


No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...