Thursday, August 27, 2015

চুপ থাকুক সময়

চুপ থাকুক সময়
................. ঋষি
==============================================
লাল পোশাকে একটা দেহ খুড়ছে সময়
পরে থাকা মৃতদেহ
নগ্ন।
....... একটু রৌদ্র
আর কিছুক্ষণ তারপর সবশেষ
পৃথিবীর   ভলক্যানোগুলো আছড়ে পড়বে হৃদয়ে।

নিরুত্তর থাকাটা
,,,,,,,একটু বাঁচা মৃতের দেহে।
সময়ের গন্ধ
,,,,,,,,,,,,,,,,,,,,অল্প বিস্তর ধুপ ছড়ানো সর্বত্র।
তোমার ব্যালকনিতে শুকোতে দেওয়া তোয়ালেতে লেগে
দামী পারফিউমের বোগাস গন্ধ।
তোমার নাভির ভিতর ,তোমার ক্লিভলেসে একটা পৃথিবী দেখেছি
চুপ থাকুক সময়।
,,,,,,একলা থাকা তোমার হাতে আমার আরাম
তোমার মতন আমি ও ক্লান্ত,
,,,,,,সাজানো মৃতদেহ কোনো গন্ধ ছাড়া
একটা স্পন্দিত নিঃশ্বাস স্পর্শ।

লাল পোশাকে একটা দেহ খুড়ছে সময়
তোমার বুকের ঢাল বেয়ে আমার বুড়ো আঙ্গুলে চাপ
নগ্ন।
,,,,,,,,,,, পড়ন্ত রৌদ্র
তোমার দুচোখে জমে থাকা বাষ্পের সফর শেষে
আমিও আছড়ে পড়ছি তোমার বুকে চাপা কান্নায়।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...