Wednesday, August 12, 2015

নিজের পরিচয়

নিজের পরিচয়
.................... ঋষি
=========================================
বলা হলো সেই সাজানো শব্দগুচ্ছের প্রহসন
বাঁধানো হাসি সাজিয়ে উপযুক্ততা।
ভিড়ে মিশে যেতে চাই
খুব সহজে।
সাধারণের মত ,খুব সাধারণ
নিজের ছায়ার সাথে  একা  থাকার ভয়।

দেরীতে হলেও বিতারিত হওয়ার সুখ
মন্দিরে ঘন্টা বাজছে শুনতে পাও।
মসজিদে আজান পরছে মনে রাখো
গির্জার ধ্বনিতে কেমন মোমবাতি গন্ধটাই।
নেশা লাগে
নিজের আগে ও পরে ভাবতে এক একটা যুগ।
নিজের সাথে ,একলা হয়ে
এত কোলাহল থেকে দু তিনটে স্মরনীয় জীবন।

ছড়িয়ে ছিটিয়ে কিছু বলার নেই
তাই হাত বোলাচ্ছি নিজের মাথায় পরম তৃপ্তিতে।
কিছু শুনতে চাই না ভিড়ের মাঝখানে,হাততালি
খুব সাধারণ আমি।
বিশেষ জ্ঞানের জন্য হৃদয়ের ঘরে একা হওয়া
পরিচয় নিজের নিজের কাছে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...