Saturday, August 15, 2015

বেজন্মা জীবন



বেজন্মা জীবন 
....................  ঋষি 
============================================
জীবন এখানে খুব সুন্দর 
শুধু অন্ধকার থেকে চুঁয়ে  চুঁয়ে  পরে রক্ত  ফোঁটা। 
চোখ বন্ধ রাখো 
দেখবে গর্ভবতী  স্তন থেকে গোটা  একটা শহর পরছে। 
দুধের মতন সাদা 
শহর  বৃষ্টি বলতে পারো। 

ঘুমভেঙে সোজা সময়ের অজগর লোকালে চেপে বসি 
কিংবা ধর কোনো টিনের  বাক্সে কন্ডাকটর  দাঁড়িয়ে। 
জীবন এখানে  ভীষণ  সুন্দর 
শুধু খিদে পায়। 
চোখ খুলে দেখি সামনে দাঁড়িয়ে যুবতী শহরের লালনীল পোশাক 
পোশাকি নাম মর্ডানিজম। 
আরো গভীরে যদি বলতে হয় নিদিষ্ট যৌন ক্রিয়ায় 
উঠে আসা জন্মগুলো  বেজন্মা এখানে। 
সারি দিয়ে দাঁড়ানো জনতা ফান্ডে জমা হওয়া  ভিক্ষাগুলো 
বিবস্ত্র  কোনো হিন্দি ছবির নায়িকার মতন। 
খুব সহজে স্বপ্ন থেকে শহরে 
আবার শহর থেকে নাগরিক মস্তিস্কে বিবর্ণতা। 

খিদে পায়  ,তাই তো কারণ বেঁচে থাকা 
সমাজ ,সংস্কৃতি অশ্বমেধের ঘোড়া  শহর থেকে দেশে ,তারপর বিশ্বে। 
জিততে চাই সমস্ত সম্পর্ক ,অধিকার আর নামাবলী 
ভাদ্রের কুকুরের মতন নাগরিকগণ  সময় গোনে পোড়া  ভাদ্রের। 
আর মৃতদেহের লুকোনো গন্ধ সকলের শরীরে 
তবুও  তো  বাঁচাতে চাই ,সবাই। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...