Friday, August 14, 2015

আপনি না মানুষ


আপনি না মানুষ
................. ঋষি
============================================

রাতের সাথে শুয়ে থাকেন যারা 
তাদের সমলোচনা করবো না  ক্রমশ। 
কিন্তু কোথাও কি মানুষ জেগে নেই 
কোথাও  কি ভাবনারা ছাড়া নেই খাঁচার বাইরে। 
শুধু স্তব্ধতা ,,শুধু নীরবতা ,,,শুধু লোভ 
পাঁজরের বাইরে 
মনুষত্বে।

টালার নালির সাথে যারা দৈনন্দিন  প্রবাহিত শহরের বাইরে 
সেই মুখগুলোর  দিকে তাকিয়ে দেখুন। 
দেখুন নাটা মল্লিককে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কাঁদতে 
কষ্ট হয় ,খুব কষ্ট হয়। 
আমার শহর ,আমার দেশ ,আমার বিশ্ব জুড়ে 
ক্রমাগত কোলাহল ,ক্রন্দন। 

মানুষবাবু নিরীহ ভাবে দাঁড়িয়ে প্রতিবাদের বাইরে 
মানুষবাবু ক্রমশ অস্তগামী সূর্যের দেশে। 
মানুষবাবু রাত্রি এখন জানি 
দেশলাইতে বারুদ ঘষুন ,একটু আগুন দরকার। 
মানুষবাবু আপনি কি জানেন ক্যালন্ডারের তারিখের ঘরে 
আপনার ঘরের চারদেওয়ালে আপনি নেই। 
আপনি মানুষ একটু ভাবুন  কবে শেষ দাঁড়িয়েছিলেন মানুষের পাশে 
সমস্ত আত্মকেন্দ্রিক চাহিদার বাইরে। 

রাতের সাথে শুয়ে থাকে যারা 
নিজের গর্ভের ভিতর ভেজা কাঁথা ,কাপড় গায়ে নিয়ে ।
তুমুল ঘুমে মায়ের স্তনে ঠোঁট  দিয়ে 
এখন সময় হলো। 
মানুষবাবু এবার জাগুন ,চোখ খুলুন ,আপনারা সকলে বড় হয়ে গেছেন। 
নিজের ঘরের বাইরে আগুন ,,,,,,,একটু তাকান নিজের দিকে 
আপনি না মানুষ। 

  

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...