Friday, August 28, 2015

চাঁদের মতন

চাঁদের মতন
.............  ঋষি
============================================
সেই তো একলা আছি
আদিম বয়সের যাযাবর বৃত্তি অবলম্বনে।
অনিয়মিত  পরিক্রমণ তোমাকে ঘিরে
সূর্যের দেশে।
আলোর মতন কিছু আমাকে ঘিরে
তবুও তো একা আমি।

জীবন যেখানে শেষ হয়ে যাওয়া উপন্যাসের শেষ পাতা
অসংখ্য চরিত্রের অবগুন্ঠনে স্মৃতির চুলকানি।
সেখানে তুমি একাই  থাকো
আমার মতন।
একের পর আগামী ২৪ ঘন্টার আবর্তনের মতন গোলকের গায়ে
কোনো মানচিত্রে আমি আটকে থাকি যেমন।
তুমিও তেমন আঁকড়ে রাখো সময়
পাতায় পাতায়
জীবন উপন্যাসের।

সেই তো একাই আছি
আদিম সময়ের যাযাবর বৃত্তি অবলম্বনে।
কোনো গুহার ভিতর ,নিজের মনের ভিতর আকাশ পাড়ি
জীবন  আড়ি।
সূর্যের আলোয় চাঁদের জ্যোত্স্না যতই চাঁদের হোক
চাঁদ সেতো  অন্ধকার। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...