Friday, August 28, 2015

ডোরাকাটা চিতাবাঘ

ডোরাকাটা চিতাবাঘ
.............. ঋষি
=========================================
মানুষের পাশে দাঁড়িয়ে একটা চিতাবাঘ
আর ডোরাকাটা রঙের এক বিশাল জঙ্গল বুকের ভিতর।
প্রাচীন সেই মাত্সান্যের যুগ
পর্ণমোচী বৃক্ষের মতন নোনতা চোখের দরজায়
সারা শরীর জুড়ে ক্ষয়ে চলা বিষন্নতা।

কেউ হাসছে দাঁতে দাঁত রেখে
কেউ কাঁদছে নিজস্ব সেল্ফির দিকে তাকিয়ে।
সমস্ত হৃদয় জুড়ে তোলপাড়  করা ঘূর্ণিঝড়
সকলকে ছুঁয়ে যাচ্ছে।
আঁচড়ানো সময়ের ম্যগাজিনে ক্রমশ বিলুপ্ত সময়ের আলো
সভ্যতা এখানে অন্ধকার।
জঙ্গলের নিয়ম মেনে চলাই ভালো
সকলের নখে  লেগে আছে রক্তের দাগ।
সময়ের কানে ফিসফিস
ইঁদুর দৌড়।
সবাই সবার আগে
আদিম সভ্যতার দাবানল এই নাগরিকত্বে হিংস্র জঙ্গল।

মানুষের পাশে দাঁড়িয়ে একটা চিতাবাঘ
আর ডোরাকাটা রঙের এক বিশাল জঙ্গল বুকের ভিতর।
আদিম সেই পোড়া মাংস লেগে সকলের দাঁতে
বাঁচতে হলে মারতে হবে জীবন
অস্বাবাভিক অন্ধকার এই ডুবতে থাকা দ্বীপে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...