Tuesday, August 18, 2015

বাদ. দ. দ. দ. জীবন

বাদ. দ.  দ. দ.  জীবন
................. ঋষি
=======================================
নিঃশ্বাস নিতান্ত আপন গভীর প্রেমে
পরকীয়া।
চুরি গেলে জীবন বাদ দাও ,বাদ. দ.  দ. দ.  জীবন
আঁকড়াও।
ঘাসে ঘাসে চিবিয়ে ,দাঁতে দাঁত ঘষে
উদযাপন।

নিঃশ্বাস  মাইনাস করে অসংখ্য উদযাপন  প্রতিদিন
ছাইদানে বাড়তে থাকা ছাই।
বাঁচতে চাই
নিঃশ্বাস  বন্ধ ,,, বন্ধ নিঃশ্বাস।
কয়েকপলোকে বাঁচতে থাকা মিথ্যা সব
মিথ্যা সব।
ছড়ানো জীবনের পাতার  প্রিয় কবির  কবিতার মতন
চুলের গোছা ,,,স্বপ্নের ঠোঁট।
নরম বুক
পাথর ,,,,বুক পাথর
জলের তলায় নিঃশ্বাস বন্ধ।

নিঃশ্বাস নিতান্ত আপন গভীর প্রেমে
পরকীয়া।
সময়ের কালো দিন ,মনের কোনে চার দেওয়ালের ঘর
আঁকড়াও।
তবে মৃত্যুর পর উদযাপন দিও তুমুল বৃষ্টিতে খোলা রাস্তায়
 চুমু।


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...