Wednesday, August 19, 2015

একসাথে

একসাথে
............... ঋষি
=====================================
আজ সকালে দশপায়ে আমি তোর খেয়ালে
চলন্তিকা মিসড কল ঘুমের ঘোরে।
চুপচাপ ,,ফিসফিস হলুদ ট্যাক্সিতে চড়ে
বারংবার।
ঠোঁটের কোনায় তিল
মিঠি হাসি ,ফাটাফাটি চলন্তিকা চলনে।

লাল সালোয়ার
শুকনো রঙের ওড়নায় মোড়া ভিজে  ঠোঁট।
নির্দিষ্ট কলিং
সোজা ফাঁকা রাস্তা ধরে ঘুমের ঘোরে।
স্টপেজের পর স্টপেজ
বুকের উপর বাড়তে থাকা ভার তোমার আমার।
গড়িয়ে নামা হাত
চেনা বিশ্বাস ,ছুঁয়ে যায় নির্বাক ,একদম।
ফিসফিস বাসি ঘুম
ঘুম ভেঙ্গে যায়।

আজ সকালে দশপায়ে নিশ্চিন্তে কিছুক্ষণ
চলন্তিকা পাশাপাশি
হাত।
ঠোঁটের ফিকে হাসি ,সময় নিয়ে যায়
আর কিছুক্ষণ তোমার সাথে
একসাথে।



No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...