Wednesday, August 12, 2015

তবু ভালোবাসি

তবু ভালোবাসি 
............ ঋষি
=======================================
ভালোবাসি শব্দটা যতটা রেওয়াজি হোক না 
গ্রিন রুমের বাইরে,  
শুধু ফিলিংস  ,তুমি নেই। 
কোথাও ,কোনখানে ,শব্দহীন শীত্কার
একা একলা বন্ধ ঘড়ির মতন 
সাজানো দেওয়ালে। 

ভালোবাসি ব্যস্ত রাস্তার কোলাহল যেমন 
নিস্তব্ধ তার ছেঁড়া গিটারের শিশুসুলভ  চাহিদা
বাজতে চাই ,বাজাতে। 
সম্ভাবনা  শব্দটাকে খুন করতে  ইচ্ছে করে 
দুলতে থাকা দোলনাটাতে ভীষণ অরুচি। 
আজকাল খাওয়া হজম হয় না ভালো 
ভালোবাসি। 
চোখের ঝরনা কেটে জল এগিয়ে আসে 
পাহাড়ি পথে গাইড ভদ্রলোক বড় আত্মঘাতী। 
নিশ্চিত নিশ্চয় 
ভালোবাসি। 

মাটি আর মাংস চাইছি যখন 
কনডম নিস্প্রয়োজন। 
চোখের পাতায় তাড়াহুড়ো শুধু খোলো আর খোলো
কত রকম নল বেয়ে নামতে থাকে সময় ,
রক্ত ,বীর্য ,কফ ,থুথু আর কতো কোষাক্ত জীবানু 
তবু ভালোবাসি। 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...