Sunday, August 9, 2015

অনুভবের সাথে

অনুভবের সাথে
............... ঋষি
============================================
নতুন করে লেখার কিছু নেই
আসলে লেখাগুলো সব লিখে গেছেন জ্ঞানীরা।
তবে কেন এই অকাল সন্ধান
ভাবনার তীরে দাঁড়িয়ে ক্রমাগত মন্থন
উঠে আসা সৃষ্টিদের সাথে সহবাস।

প্রার্থনা সভায় দাঁড়িয়ে
সকলে ঈশ্বর প্রার্থনা করে নিজের সেরাটুকুর জন্য।
তেমনি সৃষ্টিরা ঈশ্বরের মতন প্রার্থনীয়
ঈশ্বর চান তাই আসেন।
ঈশ্বর চান তাই হৃদয়ে থাকেন
আর আমরা ঈশ্বরের পুজারী ,অন্য দূত।
আমরা ঈশ্বর প্রার্থনায় অনবরত বাজিয়ে চলি অনুভবের ঘন্টাদের
যেমন মন্দিরে ঘন্টা বাজে।
যেমন হৃদয়ে অনবরত ফুল ,চন্দন সহযোগে ধ্যানীর ধ্যান
একমাত্র কল্পনা ঈশ্বর আসুক আলোর মতন ,
আর সৃষ্টি সে হোক সকালে সদ্য জন্মানো ফুল।

নতুন করে লেখার কিছু নেই
আসলে লেখাগুলো সার দিয়ে দাঁড়ানো আগামীর স্বপ্নের মতন।
আকাঙ্খিত এই হৃদয়ের সন্ধানে
ভাবনার তীরে  অনবরত মন্থন সৃষ্টির আশায় ,
সৃষ্টি যে আনন্দ ,সে বিষ হোক কিংবা অমৃত। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...