Thursday, August 20, 2015

মৃত্যুর শব্দ

মৃত্যুর শব্দ
............... ঋষি
====================================================
মেনে নিয়েছি মৃত্যুর আগে পর্যন্ত  না মরে যাওয়াকে
মৃত্যুর পর কিছু থাকে কিনা জানি না।
বিছানার সম্পর্কগুচ্ছদের  বাইরে কিছু সম্পর্ক  থাকে
যেগুলো মরে গিয়ে বেঁচে থাকে।
যেমন আমি আছি আপন হিয়ায়
নিজের রক্তের বাসি গন্ধে।

কেন জানি ভিজে মাটির গন্ধে সদ্য ঋতুবতী নারীকে মনে লাগে বয়ঃসন্ধিতে
ভীষণ টেলিপ্যাথিতে অবৈধ সঙ্গন সংক্রমণিত হয়।
কিছু মিথ্যা শীত্কার আর কিছুক্ষণের মিথ্যাগুলো সত্যির জাদুকাঠিতে
মৃত্যু হয়ে দাঁড়ায়,
তখন ঠিক তখন একলা থাকতে ভয় হয় ।

ভিজে রাস্তা দিয়ে সাইকেল গড়াতে থাকে
আর  হাতের ক্রিং ক্রিং এ   দুরত্বরা  সরতে থাকে ।
উষ্ণ স্পর্শের তোলপাড় কখন যেন শীতল হয়ে যায়
মৃত্যুর শরীরের  মতন ঠান্ডা কিছু নেমে আসে
সব শেষ।

মেনে নিয়েছি মৃত্যুর আগে পর্যন্ত  না মরে যাওয়াকে
মৃত্যুর পর কিছু থাকে কিনা জানি না।
প্রতিটা সম্পর্কের মাঝে আজ কিছু সুঁচ গাঁথা থাকে
যেগুলো সেলাই করে সম্পর্কগুলো ঘড়ির কাঁটায়।
ঘড়ির কাঁটা সরতে থাকে,,,,,,,, টিক টিক ,টিক টিক
যেমন মৃত্যুর পায়ের শব্দ। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...