Friday, August 28, 2015

ঈশ্বর মঞ্চে উপস্থিত


ঈশ্বর মঞ্চে উপস্থিত 
.............. ঋষি
=====================================================
তিন নম্বর চোখের আলো
মঞ্চে এসে পরে। 
ঈশ্বর তুমি চেয়ে থাকো মানুষের পাপ বোধের দিকে 
মঞ্চ থেকে উড়িয়ে নামে দৃষ্টি। 
কয়েকশো গজ পায়ে চলা পথ 
মাটির পৃথিবী থেকে তুমি তুলে নিও একলা রাত 
ভাবনাচিন্তা। 

অনেক হৃদয়ের যোগাযোগ
সোনালী রুপোলি অন্ধকার এইসব চেপে ধরলেই 
বেড়ে যাই রক্তচাপ।
ঈশ্বর তোমার মুখ বিসর্জনের ঢাকের মতন ম্রিয়মান
ভীষণ  অসুখী তুমি ভিতরে ভিতরে। 
তোমার ভাবনায় এক নাগাড়ে বাজতে থাকে মন্দিরের ঘন্টা। 
কিংবা মসজিদের আজান হয়তোবা মোমবাতি ,বাসি চাদর ,রক্তবলি কতকিছু। 
দোনলা বন্দুক তাক করা তোমার দিকে
পাপ ও পূর্ণ,
বিসর্জন কিংবা আবাহন 
ইশ্বর তুমি উপস্থিত রঙ্গমঞ্চে দর্শকের মতন। 

তিন নম্বর চোখের আলো
মঞ্চে এসে পরে। 
আসতে আসতে উঠতে থাকা পর্দায় মানুষের লজ্জা 
আর মানুষ দাঁড়িয়ে নগ্ন ভিখারীর মতন তোমার কাছে। 
তুমি সব জানো ,বোঝো ,তোমার চেতনায় শুধু দৃষ্টি ভালো ,মন্দে বাঁধা 
কষ্ট পাও তুমি, প্রত্যেকের বিচার হবে নিজ কক্ষে ,
সূর্যগ্রহনের মতন। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...