Tuesday, November 10, 2015

নগ্নিকা

শুভ বিকেল বন্ধুরা ,সকলকে আলোর দেবীর শুভেচ্ছা ও অভিনন্দন। ....................
নগ্নিকা
………… ঋষি
===================================================
শ্মশানে জ্বলছে আগুন ধিক ধিক নগ্নিকার চোখে
সময় পোড়াবি আয়।
মার শরীরে চোখ রেখে বলবি
কি জিনিস গুরু মাইরি।
একবার আয় দেখে যা নারীকে
আগুন জ্বলছে নগ্নিকার বুকে ,তোর বলি নিশ্চিত।
.
পুরুষ তুই শবের মতন
তোর অবয়বে ঈশ্বরের প্রতিভু কাল থেমে আছে সময় ঘড়িতে।
মহাকাল মাড়িয়ে এগিয়ে  যাওয়া সময়ের পথ
নারী তোর স্বত্বার অধিকারের রক্ত পিপাসা।
রক্ত স্নাত তুই
নিজের ঘরে ,বিছানায় ,চাদরে নিজের মতন   রক্তাক্ত  সময়.
রজনীগন্ধার  বাসি  গন্ধ  মাখা  উপস্থিতি
অদ্ভূত  সময়।
পিষে  চলা  অস্তিত্বের  পুজোতে  ব্যাথার অন্তেষ্ঠিক্রিয়া
জ্বলছে  চিতা  নিজের  সাথে।
গুমরে  ওঠা  আগুনের  ঝলকানি
সময়   চোখে  দেখা আশা  নগ্নিকা  মহাকালী রূপে
.
শ্মশানে  জ্বলছে  আগুন  ধিক  ধিক  রক্তাক্ত  নগ্নিকা  
তোরা মাকে  দেখবি আয় পৌরুষের বুকে পা।
মায়ের  নগ্ন  ভূমিকায়  সভ্যতার  পায়ে  জড়িয়ে  জন্ম  মৃত্যু  কাল
মায়ের  পায়ের  তলায়  ধরা  মহাকালের রূপ।
সত্যি এই  তো ,,,, নারী  তোমাকে  প্রনাম
নিজের  গর্ভে   জন্মানো  আগুনের  ঝলসানিকে শুভকামনা।  
.
( নগ্ন সময়ের দরজায় নারীর  রূপ আমার কাছে মা কালীর অদ্ভূত নগ্নতায়।   )

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...