Thursday, November 5, 2015

সন্ধ্যের সাথে

সন্ধ্যের সাথে
,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ঋষি
===========================================
চায়ে বিস্কুট ডুবিয়ে
নিজের ভিজে যাওয়া তৃষ্ণাটুকু সস্তার মোড়কে রঙিন ।
এ ঠিক অসময়ে বৃষ্টিতে ভেজা
হাঁচি ,কাশি এক অনধিকার প্রবেশ শরীর।
শরীরের শীতলতায় থার্মমিটারের পারদ
তৃষ্ণা উষ্ণতায়।

 এই মাত্র শিশিরের উপর দেখলাম সন্ধ্যের সময়টাকে
ভেজা একটা অদ্ভূত শিহরণ অস্তগামী সূর্যের
আমি নিস্তব্ধ আলোক আঁধারিতে  ভাইরাস খুজছি
কোনো অজানা রোগের চিরতরে মৃত্যুর খোঁজ
সময়ের গালে মিষ্টি টোল
সময়ের ঠোঁটে লেগে থাকা চাহুনিতে লিপস্টিক
কেমনতর অদ্ভূত উথালপাথাল সময়
প্রলয় উপস্থিত
উঠে আসছে বিষ  আসুরিক আস্ফালন
নিদ্রাহীন রাত
অপেক্ষা শুধু মৃতসঞ্জীবনী

চায়ে বিস্কুট ডুবিয়ে
নিজের সমস্ত স্বত্বায় আজ লেগে গেছে সময়ের ঈশ্বর।
ঈশ্বরের রেনু পবিত্র ফুল পাঁজরের পাঁচিলে প্রশ্রয়
এগিয়ে যাওয়া পথ।
উষ্ণতার খোঁজে পরম প্রিয় সময়
তোর কাছে আশ্রয়। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...