Friday, November 20, 2015

এত সহজে

এত সহজে
...................... ঋষি
=============================================
এই না হলে প্রেম
জানলা খুলে ,বোতাম খুলে ,জীবন খুলে।
উড়ে উড়ে আগুনে পাখির মতন
আগুনে ঝাঁপ।
সর্বনাশ
চলে যাওয়ার মতন।

এই না হলে প্রেম
সময়ের মতন খানিকটা বেলা ,এ বেলা ,ও বেলা।
হেঁটে চলে যায়
জীবনের আনন্দে কখনো কোথাও ,অন্য কোথাও।
এক শব্দে
টাটা।
কেটে গেলো  ,ফোস্কা পড়লো ,অনেকটা জায়গা জুড়ে অন্ধকার
বুকের ম্যাগাজিন ছেড়ে এক একটা বুলেট।
ছিটকে এলো রক্ত
ফোঁটা ,ফোঁটা মুহূর্ত জমে
এত সহজে।

এই না হলে প্রেম
জানলা খোলা ,জীবন খোলা ,বোতাম খোলা।
অন্ধকারের মতন
কুঁড়ে কুঁড়ে খায়।
আগুনে পাখি
আগুনে পুড়ে মরে যায়। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...