Saturday, November 21, 2015

চাওয়া পাওয়া

চাওয়া পাওয়া
..................... ঋষি
==========================================
স্বপ্নদের স্বয়ংবরে বসিয়ে
মানুষ হাঁটছে নিজেদের  পথ অজানা পথে।
জীবনের রহস্যের বাইরে সমস্ত প্রলোভনগুলো
কোনোটাই হৃদ্দিক  নয়।
মানুষ বাঁচছে না বাঁচা আগলে
কিন্তু মানুষের নিজেদের মৃত্যুর শোক  করার সময় নেই।

বাইরের সস্তা প্রলোভন
হিসেবনিকেশ নিজেদের জাবেদা খাতে প্রফিটলস দূরত্বে
সবাই ভাবছে বেঁচে আছি।
কেউ নেই বেঁচে
কারোর ভাবার সময় নেই বাঁচাটা কোনো নিয়ম নয়।
কারোর ভাবার সময় নেই বাঁচাটা শুধু বাঁচা নয়
সেখানে স্পর্শ আছে ,আছে অনুভূতি।
সেখানে জীবন আছে একবার ,মাত্র ওয়ান চান্স ওনলি
প্রত্যেকটা জন্ম অত্যন্ত নগ্ন একলা।
প্রত্যেকটা জন্ম বাঁচার জন্য সম্পর্ক চায়
কিন্তু কখনই মুখোশ না।
অথচ সকলে মুখোসে বাঁচে যন্ত্রনায়
এ কেমন বাঁচা।

স্বপ্নদের স্বয়ংবরে বসিয়ে
খুঁজতে থাকা বাঁচতে চাওয়া বেকার  চাওয়া আর না পাওয়ার ফাঁকে।
দমবন্ধ জীবন গলার কাছে আটকে থাকে
জীবনকে একটু স্পেস দিতে হয় বেঁচে থাকার।
জীবনকে একটু স্পর্শ দিতে হয় আয়নাকে বোঝার
জীবন আসলে  কি চায়  নিজের কাছে।
  

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...