Wednesday, November 18, 2015

গীতার সারাংশ

গীতার সারাংশ
,,,,,,,,,,,,,,,,,,,,,, ঋষি
==================================================
পরিবর্তন সংসারের নিয়ম
গীতার সারাংশে লেখা ভগবান কৃষ্ণের বাণী
পরিবর্তন সবাই চাই ,হয়েও যাও ভুমিকম্মের মতন কিছু কিছু
পাথর থেকে লোহা ,লোহার থেকে কতকিছু
পরিবর্তিত সময়ের আগুনে একটু ঘি দি ,সত্যিকারের
হৃদয়ের পরিবর্তন কি ভাবে সম্ভব ?

নিজের দেওয়ালের উপরে দাঁড়িয়ে হাক দি
জীবন আছ কোথায়।
পাশ থেকে শুনি মৃত্যুর আস্ফালন কোন ঠাসা বিড়ালের মতন
অন্যপাশে সময় বলে যায় পরিবর্তন।
যদি বাঁচতে চাই
কত আর দেওয়াল দিয়ে সময় গড়বো।
কত আর সময় দিয়ে  জীবন গড়বো
কিছুই তো স্থির নয়।
ভগবানের বাণী যেখানে সুখ ,দুঃখ সব আপেক্ষিক
জীবন ,মৃত্যু সব আপেক্ষিক ,তবে স্থিরতা কই।
তবে অস্থির কেন হৃদয়
ভগবান তোমাকে প্রশ্ন তুমি কি স্থির
তোমার কি পরিবর্তন নেই সময়ের আঘাতে।

উত্তর একটা পেয়ে যায় জীবন থেকে
বাঁচতে গেলে সময়ের হাওয়ায় গা ভাসাও।
মিথ্যা বলো ,নারীকে নির্যাতন করো ,কুসংস্কারে বিশ্বাস করো
কিন্তু আমি পারি না পরবর্তীত হতে।
কেন যেন মেরুদন্ডে অদ্ভূত একটা যন্ত্রণা আমার
আমি কোমায় চলে যাওয়া ভীরুর মতন।


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...