ধর্ম, হা ঈশ্বর
................ ঋষি
=================================================
এই যে চারিদিকে ধর্মের ঢাক বাজছে
সেই ধর্ম আসলে কি।
মন্দির ,মসজিদ ,গির্জার ঈশ্বরেরা উপস্থিত
উপস্থিত জনতা স্টোভে উপচে পরা রোষ।
হিন্দু ,মুসলিম ,খ্রিস্টান এরা কি সব ধর্ম
নাকি সাজানো মানুষের পণ্য।
আমি প্রশ্ন করছি না
শুধু মানুষের গভীরে ঢুকে বুঝতে চেষ্টা করছি সাম্প্রদায়িকতার মানে।
হিন্দু ,মুসলিম ভিত জুড়ে যেখানে লেগে থাকে মানুষের রক্ত
সেই রক্তের প্রভেদ কি ?
বৃটিশের হাতে তৈরী বাংলাদেশ ,ভারতবর্ষ আলাদা উপহারে
আমরা কি শুধু ইউস্ড মেটেরিয়াল ?
খেলার পুতুল?
ঈশ্বর হৃদয়ের গভীরে বসে যে মনুষত্ব জন্ম দেয়
তা কি শুধু সাজানো।
তবে কেন এত রক্ত
আমি বিভেদ বুঝি না গো মাংসের ,শুয়োরের মাংসের,মুরগির মাংসের।
আমার অরুচি
মানুষের অন্তরে বসে থাকা শুয়োরগুলোতে।
যে দেশে আমাদের জন্ম
সেই জন্মের অগ্রজদের আমাদের প্রনাম গভীর হৃদয়ে।
কিন্তু কোথায় যেন একটা ক্ষোভ লেগে আছে
কি জীবন দিলে তোমরা আমাদের ,কেমন দেশ ,কেমন সমাজ।
যেখানে বিচ্ছিনতার নামে মানুষকে বোঝানো হয় ধর্ম
যেখানে মনুষত্ব শব্দটা মানুষের কাছে গালি।
Friday, November 6, 2015
Subscribe to:
Post Comments (Atom)
অন্য খোঁজ
ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment