Sunday, November 15, 2015

সবুজ চেতনা

সবুজ চেতনা
................... ঋষি
===========================================

বাতাস থেকে সরে  যাচ্ছে দূরে
হৃদয় সে তো আরো দূরে।
বিপদ সম্ভবা হৃদয় খুঁজে পাচ্ছে দেহ
এই শীতের বিকেলটা গাছেদের কাছে পাতা হারানোর শোক।
মোহমুক্তি পথের উপর সদ্য জন্মানো ফুল
প্রেম তুমি ঈশ্বরের মতন স্থির।  

এমন করে  বলি কখনো
তুই সর্বজ্ঞ নোস ,তুই সর্বস্য নোস। .
মোহ মেদুরে  শরীর মেখে রেখেছিস গায়ে
ঠিক পাতা ঝরা হৃদয়।
আর তোর মন সে তো বন্দী কোনো  আকাশে
ঠিক পথের  উপর ঝরা পাতা।
যা শুকিয়ে যায়
যা মিশে যায় ,
আরো গভীরে
এমন করে মিশে থাকা যায়।
জীবন থেকে দূরে বাতাসের অক্সিজেনে দমবন্ধ ভাব
পাতায় পাতায়।

সময় সরে যাচ্ছে দূরে
তোর   আয়নার ভাঁজে জমে যাচ্ছে স্মৃতি।
ঘড়ির কাঁটার ভিজে চাহুনি
আরো দূরে ,আরো অনেক ,যেখানে সদ্য জন্মানো ভ্রুণ।
নতুন পাতা পাবে ,নতুন জীবন
সবুজ চেতনার মতন।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...