Thursday, November 26, 2015

স্বপ্নের ফেরিওয়ালা

স্বপ্নের ফেরিওয়ালা
...................... ঋষি
==========================================
প্রোটনকে মাঝখানে রেখে ইলেকট্রন ঘুরছে
সবটাই একটা নিয়ম।
সাইন্সের এই তথ্যটা আমার মোটা মাথায় ঢুকেছে
কিন্তু বুঝতে এখনো পারি নি।
যেমন মানুষের চারপাশে সময় ঘুরতে থাকে
অথচ সময়কে ধরতে কেউ পারি নি।

এই ভাবে ঘুরতে থাকা সময়ের ফেরিওয়ালা
শুধু মুহূর্ত ফেরি করে বেড়ায়।
কত রকম তার ধরন ,কত রকম রং ,কত রকম অস্তিত্ব
কেউ হাসে ,কেউ কাঁদে,কেউ হাসায় ,কেউ বা কাঁদায়।
কেউ লাভ করে ,কেউ লোকসান
কেউ একলা করে ,কেউ জুড়ে যায়।
চলতে থাকা ওই ফেরিওয়ালার গলায় বড় বিষন্ন সুর
হাতের মাটির ভ্যাওলিনে  অদ্ভূত বিষন্নতা।
পাশে ঝুলতে থাকা ঝোলায় স্বপ্ন
স্বপ্ন ফেরি করে সময়ের ফেরিওয়ালা।
কেউ তাকে দেখতে পাই নি
কেউ তাকে দেখতে পাবে না।
শুধু সময় ছুঁয়ে যাবে একান্ত স্বপ্নের ফেরিওয়ালা।

সায়েন্সের এই ফ্যাক্টারটা মহাবিশ্বে পৃথিবীর বাইরে না
আসলে কেউ দেখতে আসে না অস্তিত্বকে সময় ছাড়া।
আর যার ছুঁতে চায় সময়
ভাবে কি ভাবে ছোঁবে ,নিয়ম ভাঙ্গা যায় না।
সময়ের ফেরিওয়ালা ঘুরতে থাকে পাড়ায় পাড়ায়
বাঁচার মতন কিছু স্বপ্নের জন্য। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...