Wednesday, November 4, 2015

আয়নায় মুখ

আয়নায় মুখ
............... ঋষি
==============================================
এখান থেকে আয়না দেখা
সদ্য স্নাত তুই নগ্ন আয়নায়
তোর শরীর থেকে কেমন একটা মাতাল করা সুবাস
গড়িয়ে নামা জল ,জ্বালার মতন
তোর নরম  বুক বেয়ে গভীরে
প্রশ্ন কর নিজেকে শহুরে সভ্যতার বাইরে

চোখের পাতায় লেখা থাকা ক্লান্তি
কতদিন ঘুমোস নি সময়।
হাতের রেখায় ফুটে ওঠে দাগ ইকিরমিকির জঞ্জাল সভ্যতার গন্ধ
বুকের নিচে চর্বির পাহাড়ে লেগে আছে খিদে।
তল পেট জুড়ে ব্যাথা
ক্রমশ নির্গত স্রাবের মতন উপস্থিতি।
কেমন একটা ঘুমের ঘোর
প্রশ্ন কর ঈশ্বর কি তোমার তৃপ্তি।
জ্বলন্ত বুকের থেকে গড়িয়ে নামা লাভা
শীতল জল ঝরনা
কি তোমার ঈশ্বর।

এখান থেকে আয়না দেখা যায়
পারদের বুকে বাড়তে থাকা তাপমাত্রায় সর্দি কাশি।
বুকের ভিতর আচমকা ব্যাথা
আটকে থাকা প্রশ্নগুলো বুকের খাঁজে।
প্রশ্ন কর নিজেকে ,তোর আয়নায়
কতটা সাজানো তুই কালি মাখা শহরের মতন।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...