Tuesday, November 3, 2015

চুমুর অধ্যায়

চুমুর অধ্যায়
................. ঋষি
===================================
চুমু খেলেই উফ্ফ্স
আর নে খেলেই কতদিন খাওয়া হয় না।
জড়িয়ে ধরলেই লাগছে খুব
না ধরলেই আমাকে জড়িয়ে ধরে না।
তৃপ্তি জড়িয়ে চুমু খাওয়াতে
না চুমু খেয়ে জড়াতে বললি না তো।

তোকে বললে বলিস
আমি কিছুই তোকে বলিনি।
তবে প্রশ্ন ঠিক সময়ের মতন কেন বলিসনি বল
আসলে আমার লজ্জা করে না।
জানি তোর  লজ্জা করে
তবে কেন আমাকে জড়িয়ে ধরেছিস বল।
উত্তর অজানা
জানা অজানা।
প্রশ্নোত্তরের অধ্যায়ে সময়ে চলে যাওয়া
তোকে জড়িয়ে ধরি।
আয় চুমু খায়
হৃদয়ের কথা বলা।

চুমু খেলেই উফ্ফ্স
ঠোঁটের উপর মিষ্টি গড়িয়ে জল।
কারণ আর ফলাফল
তোকে বলি জমিয়ে নিয়ে জোর।
ছাড়ছি না আর ছাড়বো না
খাবোই ঠোঁট তোর। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...