Saturday, November 7, 2015

উপস্থিতি প্রেম

উপস্থিতি প্রেম
........... ঋষি
========================================

উপস্থিতি কখনো স্থির হয় না
যেমন স্থির হয় না প্রেমের খোলা বুক।
একটা আগুনে ঠোঁট যখন বুক বেয়ে নামে
তখন অস্তিত্ব পুড়তে থাকে
প্রেম বড় অস্থির উপস্থিতি।

নিজেকে দাহ্য করতে
পেট্রল ,কেরোসিন ,ডিজেল কিছু প্রয়োজন নেই।
প্রেম হলো পরশ পাথর
ছুঁয়েই দেও ,
অস্তিত্ব বদলাবে ,বদলাবে নিজেকে পোড়া ছাই।
মিশে যাবে মাটিতে
মাটির ঘামে কেমন চেনা গন্ধ।
নিজের মতন
খুঁড়তে থাকা নিজেকে।

উপস্থিতি কখনো স্থির হয় না
স্থির হয় না প্রেমের শুকিয়ে যাওয়া ঠোঁট।
শুধু ভেজাতে চাই অসময়
কিছু মনে থাকে না
মনে থাকে শুধু প্রেমের মুখ। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...