Saturday, November 7, 2015

আবার একটা দিন

আবার একটা দিন
.............. ঋষি
=====================================
এই হলো স্তব্ধতা
ঘরের ভিতর ঘর রেখে উনুনের  আঁচ।
কপাল থেকে পায়ের ঘাম মাথায় ফেলে দৈনন্দিন
ঘরের পর দাবার সাদা কালো গুটি
আলো অন্ধকার।

জিতছে সময়ের সাথে চেক মেট
আগে চেক না আগে মেট কোনটা যে সফরের শেষ
জীবন মৃত্যুতে।

শোনা যায় রাজা নাকি হারতে চাই না
অথচ হৃদয়ে যে বসে থাকে।
সে যে হেরেই থাকে তোর কাছে
হেরে গিয়েই লাভ।
দাবার বোর্ড ছেড়ে পৃথিবীর বোর্ডে অন্য রং
সবুজ যে হৃদয় ভালোবাসে।

এই হলো স্তব্ধতা
ঘরের ভিতর ঘর উনুনের আঁচে জীবন।
একে পোড়া বলে না
এ যে আশা ,রান্না হবে ,পেট ভরবে
বাঁচবে সময়।
আবার একটা দিন।  

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...