Friday, November 20, 2015

অশ্লীলতার দায়ে

অশ্লীলতার দায়ে
................ ঋষি
==================================================

কিছু সাজানো নিয়ম ভাঙ্গতে
কিছু অনিয়মের চাবুক মারতে হয়।
কিছু কপট সভ্যতা ভাঙ্গতে
অসভ্যতা তোমাকে করতে হয়।
কিছু নগ্নতাকে ঢাকতে
নগ্ন তোমাকে হতে হয়।

যে নগ্নতা আমার বুকে অনিয়মের সভ্যতার শ্মশানে জ্বলে
তাকে তোমাকে অশ্লীল বলো।
অথচ কি জানো যখন কোনো চৌদ্দ বছরের মেয়ে গর্ভবতী  হয়
যখন কোনো ভালোবাসা অন্ধকারের ধর্ষিত হয়।
যখন কোনো মা সংসারে অপমানিত হয়
যখন কোনো মেয়ে কন্যা ভ্রুণ হত্যা করতে বাধ্য হয়।
যখন কোনো বয়স্ককে কোনো কারণ ছাড়া নিজের ঘর ছাড়তে হয়
তখন তাকে সভ্যতা বলো।

যে শিশু কোনো রেস্টুরেন্টে  চায়ের কাপ ধোয়
যে শিশু অনিয়মে বিগড়ে যায়।
যে শিশু জানে না তা মাবাবার খবর
তাকে তোমরা বেজন্মা বলো।
যখন কোনো নারী খিদের জ্বালায় রাস্তায় দাঁড়ায়
যখন কোনো নারী বিশ্বাস করে  ঠকে যায়।
যখন কোনো নারী দৈনন্দিন পতি সেবায় মার খায়
তাকে তোমরা কুলটা বলো।

অথচ সত্যি বললেই দোষ।
অশ্লীলতার দায়ে
কোনো কবি দেশানন্তরিত হয় ,কাউকে আবার অসময়ে মরতে হয়।
 অনিয়ম ,সভ্যতা ,নগ্নতা  সব সময়ে  থেকে যায়
কুঁচি কুঁচি প্রতিবাদ ছিটিয়ে থাকে মৃত্যুর নামে,
কিন্তু দিনের শেষে অন্ধকারের নগ্নতা বদলায় না। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...