Wednesday, November 11, 2015

ডোন্ড ডিস্টার্ব মি,সময়

ডোন্ড ডিস্টার্ব মি,সময়
............. ঋষি
============================================
হলুদ বসন্ত চটকে যেটা পাওয়া যায়
সেটা হলো খুব স্বাভাবিক সময়।
যার হাড়মজ্জায়  আরেকটু ভালো করে বললে মেরুদন্ডে
একটু ব্যাথা  লেগে আছে।
বেঁচে থাকার
সময়ের মেইন্ ডোরে  লেখা ডোন্ড ডিস্টার্ব মি নোটিস।

একলক্ষ বছরের আলজিভ গড়িয়ে নামা লালাদের
কোনো স্থিরতা থাকে না।
বাবার আধপোড়া  মাংস  গঙ্গায় ভাসিয়ে
কলকাতার ক্যালকাটা হয়ে ওঠার উপাখ্যান ভাবি।
সোকল্ড মধ্যবত্তি রাস্তায় হাঁটতে হাঁটতে
আমরা মধ্যম রয়ে গেলাম।
অভ্যস্ত চুল্লিতে অসংখ্য জ্বালা পোড়া নাটকগুলো মুখোসে লুকিয়ে
যাকে বলে নগ্নতা।
আসলে সময়ের সাথে পথ চলতি পথিকের বেআব্রুতে  লজ্জা
আর নগ্নতায় ভয় মেরুদন্ডে ব্যাথা ,
কেঁচোর  মতন বেঁচে থাকা
একেই তো বাস্তব বসন্ত বলে।

হলুদ বসন্ত চটকে যেটা পাওয়া যায়
সেটা হলো সময়ের সম্পর্ক।
বাড়তে থাকা টেলিকাস্টের  যুগে প্রতি গলির মোড়ে
লাইট পোস্টের  মতন সম্পর্ক ,জ্বলা ,নেভা।
অথচ বেঁচে থাকার মুঠোফোনের ওপাড়ে  শোনা
দিস  লাইন ইস টেম্পোরারিলি  বিজি।



  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...