Friday, November 27, 2015

মনখারাপ

মনখারাপ
.............. ঋষি
===========================================

যে মনখারাপটা নিয়ে পথচলা শুরু
একদঙ্গল বেওয়ারিশ প্রশ্নগুলো বুকের আলাপনে।
তাদেরকে দাবিয়ে রেখো না
তাদেরকে সঙ্গী করো  ,ভালো থাকার আর কাছে।
এই তো বেশ
এক একটা দিন সবুজ মৃত্যুর সাথে।

মৃত্যু মানে হারিয়ে যাওয়া না
মৃত্যু মানে বেঁচে থাকা কারোর বুকে ঝোলানো দেওয়ালের ছবি।
শুকনো মালা হয়তো  থাকে
চোখের কোনে  অদৃশ্য চোখের জলের নোনতা স্বাদ।
অথচ  কিছু মুহূর্ত যারা অমর
তাদের মারবে কি করে।
এসো মুহূর্ত তৈরী করি ,এসো  মুহুর্তের জন্মের দি
যেখানে বাঁচা যায়।
খুব কাছে থাকা যায়
সে তুমি জীবিত কিংবা মৃত কি এসে  যায়।
তোমার সাথে ভালো তো থাকা যায়
একটু বাঁচা আর কি।

যে মনখারাপটা নিয়ে পথচলা শুরু
তাকে বদলানো যাবে না বরং চলো  পাথেয় করি।
করি অভিজ্ঞতার মতন প্রয়োজনীয় কিছু
যাকে মনে রেখে ভালো থাকা যায়।
আসলে কি জানো মনখারাপ ছাড়া কি আর
ভালো আছি সেটা কি  বোঝা যায়। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...