Friday, November 20, 2015

প্রেমের কবিতা

প্রেমের কবিতা
.................. ঋষি
==========================================

সবটুকু বলে রাখি
তোর খোলাবুকে মুখ ঘষে পাগলপারা স্পন্ধন।
একটা গন্ধ বন্য ফুলের মতন
সবুজ দিয়ে তৈরী একটা শাড়ি পড়াবো তোকে।
সবুজ শেওলা মাখিয়ে তোকে কোলে তুলে নেব
বুকের খাঁচায় আদিম জঙ্গলে।

ঝরনা থাকবে ,থাকবে পাহাড় ,থাকবে মাটি ,মাটির গন্ধ
বৃষ্টি হবে ভিজবি তুই আমি পাশাপাশি।
আমি আদর করে বলবো জীবন কাকে বলে
তোর মিষ্টি হাসিতে একটা জীবন।
এমন করে ঘুন পোকার মতন খুঁড়ে খেতে পারি তোকে
এমন করে প্রসাদী ফুলে সাজিয়ে রাখতে পারি তোকে।
তোর নাভি বেয়ে পদ্মের সাজে
এক একটা দিন কেটে যাবে।
কেটে যাবে সময় তোর বুকে মাথা রেখে হৃদস্পন্দনে
অনেকটা প্রেমের কবিতার মতন।
স্তবকে স্তবকে সবুজ আর শীতলতায় জংলি গন্ধ
তোর মতন।

সবটুকু বলে রাখি
তোর খোলাবুকে মুখ ঘষে পাগলপারা স্পন্ধন।
বারুদের মেঘে বাড়তে থাকা বিস্ফোরণ
ছত্রভঙ্গ সময়ের পালকে নরম আদুরে স্পর্শ।
হয়তো স্পন্দন এটা
কিংবা দুরত্ব কয়েক  আলোকবর্ষ। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...