Tuesday, November 3, 2015

জংলি

জংলি
................ ঋষি
===============================================
দরজা খুলছে আবার সময়ের হাওয়ায়
দরজার সামনে বন্ধ লোমকূপে দুরত্বের নাম।
দূরত্ব কাকে বলে
সহস্র  প্লাবনে ভেসে যাওয়া নিজের মাটির গন্ধকে দূরত্ব বলে।
সহস্র প্রহসনে বাঁচতে চাওয়া জীবনকে দূরত্ব বলে
ব্যারিকেড দিয়ে জীবনের গন্ধে।

শব্দ শব্দ শব্দ
চোখে মৃত্যু আঁকা প্রিয় নারীর ঠোঁটে রক্তের স্বাদ।
বাঘ মরে যায় বুকের ভিতর
অথচ  শহরের চিড়িয়াখানায় আস্ত একটা নকল জঙ্গল।
যেখানে লোডসেডিং হয় রাত্রি নামক নকল মুখোসে
যেখানে সকাল হয় ব্যস্ততা নামক জটিল শব্দে।
সন্তানে মুখ থেকে উঠে আসে শব্দ
প্রহরীর মতন সংসার দাঁড়ায় এসে  সম্পর্কে।
সেখান পৃথিবীর আবর্তন
কোনো অস্বাভিক  জাগরণে  মৃত্যুকালীন প্রচেষ্টায়।
চোখে দেখতে পাওয়া রক্তের স্বাদ
সবুজ জঙ্গল
জংলি।

দরজা খুলছে আবার সহস্র যুগের প্রাচীন প্রস্তরে
প্রস্তর খুঁড়ে তৈরী হওয়া রূপ রাগিনী  ,
আমি শুনতে চাই।
শত সহস্র বছরের প্রাচীন হৃদয়কুঞ্জে
বাল্মি   কী  আজ জটাধারী কোনো নাবিকের নৌকা ,
থৈ থৈ জল জীবন তোর  কৃপায়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...