Friday, November 6, 2015

হৃদয়ের ঠিকানা

হৃদয়ের ঠিকানা
.................... ঋষি
==============================================
বলতে তো চাই
ফিরে পাওয়া মনি মানিক্য ,আমার সাম্রাজ্য ,আমার হৃদয়।
আসলে আমার শব্দটার মধ্যে একটা গাম্ভীর্য আছে
অনেকটা কোনো স্থপতির হাতের মতন।
ধীর ,স্থির ,অগ্রগামী সৃষ্টি
তোমার আমার ভিতর।

সৃষ্টি বললে হৃদয় নাচতে থাকে
খালি পায়ে সোজা গিয়ে দাঁড়ায় কুমোরটুলির  ঈশ্বরের ঘরে।
সকলে ঈশ্বর ছুঁতে চাই
আসলে সকলে হৃদয় ছাড়া ঈশ্বর দেখে।
আর সে যে যন্ত্রনাময়
শিয়ালদা সার্পেনটাইন লেনের খুঁজতে থাকা ঠিকানার মতন।
হাসি পায় ভাবতে
মানুষের ঠিকানা বদল হয়।
অথচ  অস্তিত্ব একই থাকে
মানুষের হৃদয়ের বদল হয়
অথচ চাহিদা একই থাকে।

বলতে তো চাই অনেক কিছু
ড্রিল করে সোজা একটা পেরেক ঢুকিয়ে দেওয়া হৃদয় দেওয়ালে।
সামনে একটা সময়ের ক্যালেন্ডার ঝোলানো
ক্যালেন্ডারের পাতা বদলে ,তারিখের সাথে।
কিন্তু সময় থেকে থাকে
ঠিক সেখানে যেখানে মানুষের অস্তিত্ব চায়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...