Saturday, November 28, 2015

ছিঁচ কাঁদুনি

ছিঁচ কাঁদুনি
........................ ঋষি
==========================================
বড় ছিঁচ কাঁদুনি হয়েছিস আজকাল
সারাদিন মনে উঠে ঘুরে বেড়াস।
বাচ্চাদের মতন ঘুরে ঘুরে আসিস
কি চাই কি বলতো।
এত যে চুমু খাই তোকে
তবু তৃষ্ণা মেটে না।

সেদিন দেখ সাত সকালে ঘুম ভাঙ্গলো তোর ভাইব্রেসনে
ওমনি চোখ খুলে দেখি তুই।
কি রে ,কি কাজ
ঠোঁটটা এগিয়ে দিলে ,একচুয়াল পুরে দিলি ঠোঁটে,
বললি শুভ সকাল।
তোকে বকি ঠিক কিন্তু জানিস সকাল সত্যি খুব শুভ  ছিল সেদিন।

তারপর সেদিন লাঞ্চের সময় মুঠো ফোনটা চিত্কার করছে
ফোনটা ধরি ,ওপাশে সুনি মুহাহা..........
ব্যাস আর কি খিদে মিটে গেল ,পেট ভরে গেল
উঠে পরলাম।
বড্ড জ্বালাস আজকাল আমায়
কি রে কাঁদুনি, এমন কাঁদিস কেন তুই।

আবার কাঁদে এবার বকবো কিন্তু
আচ্ছা কাঁদে না সোনা আয় বুকে আয়।
আচ্ছা যা চাস তাই ,কি চাই তোর
অমনি মিচকি হাসি ,বললি সবটাই।
কি বুঝিস বলতো নিজেকে
জানিস না আমার সবটাই তুই। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...