Saturday, November 14, 2015

আকাশের নীলে

আকাশের নীলে
.................... ঋষি
============================================
শিকার করতে নেমেছি
হাতে আমার একটা বুমেরাং নীল রঙের।
আসলে আকাশ ধরতে নেমেছি
হাসছি মনে মনে খুব।
মুন্ডু
সেকি আকাশের গায়ে থাকে।

সকাল থেকে এক বায়না মাথার ভিতর সমস্ত অবয়বে প্রশস্তি
আকাশ নাকি সভ্যতার নাম রৌদ্র।
আর আমি আকাশী
মেঘলা রঙের নৌকা ভাসিয়ে মাছ ধরতে বসেছি।
নৌকার মাথায় অনেকগুলো স্বপ্ন
ভাঙ্গাচোরা স্মৃতি ,কিছুটা লুন্ঠিত,কিছুটা অবগুন্ঠিত।
এক মাথা চুল
বহুদিনের না কাটা দাঁড়ি।
ছেঁড়া পায়ে চটি
আর পকেটে নীল আকাশের চিঠি।

শিকার করতে নেমেছি
হাতে মাছ ধরার ছিপে আটকে আছে জমানো যন্ত্রণা।
জীবনের বিশাল আকাশে
আমার বুমেরাং ছুটে যায় ,ফিরে আসে।
ঠিক মন যেমন চায়
নীল আকাশের বাইরে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...